Bengal Civic Polls 2022 : জয় নিয়ে আত্মবিশ্বাসী, গলায় ফুলের মালা ঝুলিয়ে এলাকায় ঘুরছেন প্রার্থী - গলায় মালা ঝুলিয়ে এলাকায় ঘুরছেন প্রার্থী
🎬 Watch Now: Feature Video
ভোটের চার ঘণ্টাও পার হয়নি ৷ অথচ নিজের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি (Bengal Civic Polls 2022) । তাই সকাল থেকেই গলায় সাদা ফুলের মালা পরে বাইক নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন এক নির্দল প্রার্থী । নির্মলেন্দু লাহা নামে ওই ব্যক্তি বৈদ্যবাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী । তাঁর বিশ্বাস, ভোটাররা তাঁকেই জয়যুক্ত করবে । কারণ ভোটাররা ভোট দিয়ে বেরোবার সময় তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন । সেই বিশ্বাস থেকেই গলায় ফুলের মালা ঝুলিয়ে ঘুরছেন । এই বিষয়ে তৃণমূলের 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভাশিস জোয়ারদার বলেন, আত্মবিশ্বাস থাকা ভাল ৷ তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর । এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে । নির্দল বা অন্য কোনও দলের জায়গা নেই ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022