Deer rescued in Gosaba : বাঘের মুখ থেকে পালিয়ে গোসাবায় লোকালয়ে হরিণ

🎬 Watch Now: Feature Video

thumbnail
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে পালিয়ে এল হরিণ ৷ উদ্ধার করে তুলে দেওয়া হল বনদফতরের হাতে (Deer rescued in Gosaba) ৷ আহত প্রাণিটি আপাতত সজনেখালিতে চিকিত্‍সাধীন । স্থানীয়দের অনুমান, পূর্ণবয়স্ক হরিণটি সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পিরখালি জঙ্গলে বাঘের মুখে পড়ে ৷ তার শরীরের ক্ষত দেখে প্রাথমিকভাবে তাই মনে হয় ৷ পরে বনদফতরের কর্মীরাও সেই অনুমানের সঙ্গে একমত হন ৷ নদী সাঁতরে গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রামে হরিণটি ঢুকে পড়ার সময় নদীর ওপাড় থেকে বাঘের হুঙ্কারও শোনা যাচ্ছিল ৷ তাতেই সেই অনুমান দানা বেঁধেছে ৷ দিন দুই আগেই মাতলা নদীতে ভেসে আসে হরিণের মৃতদেহ । তা উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় । বাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল হরিণটির বলে প্রাথমিক অনুমান ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.