Diwali Special Treat : ঠাকুরের ভোগ বা জলখাবার সবেতেই জনপ্রিয় বেসনের লাড্ডু, বাড়িতেই বানান - বেসনের লাড্ডুর রেসিপি
🎬 Watch Now: Feature Video
বেসনের লাড্ডু ৷ সহজেই বানানো ভারতীয় এই মিষ্টির সঙ্গে অনেক ভাললাগার স্মৃতি রয়েছে ৷ বাজারচলতি সেরা বেসনের লাড্ডু আপনি কিনতেই পারেন কিন্তু বাড়িতে তৈরি লাড্ডুর লোভ তা মেটাতে পারবে না ৷ ঘি সহযোগে বেসন ভাজার সুগন্ধই আপনাকে রুদ্ধ করার জন্য যথেষ্ট ৷ সোনালি রঙের নরম বেসনের ক্রিমি লাড্ডু যখন মুখের মধ্যে গিয়ে গলে যাবে তখন নিজেকে প্রতিরোধ করা কঠিন ৷ তাই সেই স্মৃতিগুলোকে লালন করুন এবং আমাদের রেসিপি দিয়ে বেসন লাড্ডুর স্বাদ নিন ৷