Amritsari Kulcha ভিন্ন স্বাদের ঘরোয়া পরোটা অমৃতসরি কুলচা, রইল সহজ রেসিপি - আলুর পরোটা রেসিপি
🎬 Watch Now: Feature Video
পরোটা বা কুলচা খেতে আমরা কমবেশি সকলেই পছন্দ করি ৷ আর তা যদি হয় অমৃতসরি কুলচা বা আলুর মশলা পরোটা তাহলে তো কথাই নেই (Home Made Masala Paratha Amritsari Kulcha Recipe) ৷ জাস্ট জমে যাবে ৷ ব্রেকফাস্ট হোক বা টিফিন, মধ্যাহ্নভোজ কিংবা নৈশভোজ ৷ সবেতেই এই সুস্বাদু পরোটার জুড়ি মেলা ভার (Alu Paratha Recipe) ৷ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই পরোটা ৷ রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷ তাহলে আর কী, আজই বানিয়ে ফেলুন লাজবাব এই পরোটা ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST