Ashoknagar Fire : বিধ্বংসী আগুনে ভস্মীভূত পোলট্রি ফার্ম - Fire breaks out at poultry farm in Ashoknagar
🎬 Watch Now: Feature Video
মাস ন'য়েক আগেই পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেছিলেন হাবিবুর মণ্ডল ৷ হঠাৎই আগুন গেলে ভস্মীভূত হয়ে গেল গোটা ফার্ম । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা অশোকনগরের বামনডাঙ্গায় । শেষ পর্যন্ত স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । মালিকের অভিযোগ, কেউ বা কারা তাঁর ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ (Fire breaks out at Poultry Farm) ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST