Mohanlal Bhangra with Akshay: মোহনলালের সঙ্গে ভাংড়ায় মাতলেন অক্ষয় দেখুন ভিডিয়ো - Mohanlal Akshay Kumar jaipur video
🎬 Watch Now: Feature Video
মলয়ালম সুপারস্টার মোহনলালের সঙ্গে ভাংড়া ডান্সে মেতে উঠলেন অক্ষয় কুমার ৷ সম্প্রতি মোহনলালকে দেখা গিয়েছে রাজস্থানের জয়সলমের বিমানবন্দরে ৷ রাজস্থানে একটি বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি ৷ করণ জোহরের সঙ্গে বিমানে বসে একটি ছবিও শেয়ার করেছিলেন সুপারস্টার ৷ তারপর নেটপাড়ায় আরও একটি ভিডিয়ো সামনে আসে যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে ৷ প্রসঙ্গত, অক্ষয় কুমারও যোগ দিয়েছিলেন জয়পুরে এই বিয়ের অনুষ্ঠানে ৷ আর অক্ষয়ের শেয়ার করা ভিডিয়োটিতে দেখা গিয়েছে একসঙ্গে ভাংড়ায় মেতে উঠছেন তাঁরা(Mohanlal Bhangra dance with Akshay Kumar ) ৷ অক্ষয় কুমার নিজেও একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ সেখানেও গানের তালে নাচে মেতে উঠেছেন দুই তারকা ৷ ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লি্খেছেন, 'মোহনলাল স্য়ার,আমি এই নাচের মুহূর্তটি সবসময় মনে রাখব ৷ সত্য়িই দারুণ স্মরণীয় একটি মুহূর্ত ৷' শুধু অক্ষয় বা মোহনলাল নন রাজস্থানের রামবাগ প্যালেসে এই বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, আমির খান, পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন ৷ সুরকার তথা গায়ক শঙ্কর মহাদেবনও ছিলেন এই অনুষ্ঠানে (Mohanlal Jimikki Kammal dance ) ৷