Amit Kumar in Mirik: মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ে মিরিকে অমিত কুমার - মিরিকে হাজির অমিত কুমার
🎬 Watch Now: Feature Video
তাঁর নতুন মিউজিক ভিডিয়োর শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে হাজির বর্ষীয়ান গায়ক অমিত কুমার ৷ দার্জিলিংয়ের মিরিকের সৌরেনি চা বাগানে একটি মিউজিক ভিডিয়োর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি (Amit Kumar in Mirik)। জানা গিয়েছে যে তিনি একটি হিন্দি মিউজিক ভিডিয়োর শুটিং করতে গতকাল সৌরেনি চা বাগানে গিয়েছিলেন(Singer Amit Kumar New Song)। আর সোমবার সন্ধ্যায় শুটিং শেষ করে ফিরেছেন কিশোর-পুত্র।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST