Shilpa-Raj Diwali Party: রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে গ্ল্যামারের ঝলকানি, দেখুন ভিডিয়ো - শিল্পা শেট্টি
🎬 Watch Now: Feature Video
Published : Nov 12, 2023, 1:34 PM IST
|Updated : Nov 12, 2023, 1:44 PM IST
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে মাতলেন বলিউডের তারকারা ৷ শনিবার রাতে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে গেল তারকাদের গ্ল্যামারের ঝলকানি দেখে ৷ শাহিদ কাপুর উপস্থিত হয়েছিলেন স্ত্রী মীরা কাপুরের সঙ্গে ৷ শাহিদের পরনে ছিল নীল রঙের কুর্তা-পাজামা অন্যদিকে মীরা বেছে নিয়েছিলেন সাদা রঙের লেহেঙ্গা ৷ পার্টিতে অনিল কাপুরকেও দেখা গিয়েছে সাদা কুর্তা-পাজামায় ৷ সঙ্গে ছিল সাদা কোর্ট ৷
পাশাপাশি, মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী রবিনা টন্ডন ৷ নয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে হলুদ রঙের সালোয়ার কামিজে দারুণ দেখাচ্ছিল ৷ মাল্টি কালারড লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে ৷ সবুজ রঙের ফ্লোরাল স্কার্টে মিষ্টি লাগছিল ম্রুণাল ঠাকুরকে ৷ টপ-স্কার্টের সঙ্গে ছিল ম্যাচিং জুতোও ৷
বোন নুপূর শ্যাননের সঙ্গে দিওয়ালি পার্টিতে হাজির হন অভিনেত্রী কৃতি শ্যানন ৷ আলাদা করে নজর কাড়লেন তমান্না ভাটিয়া ও বিজয় বার্মা ৷ এছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন বিদ্যা বালন, হেমা মালিনী, চাঙ্কি পাণ্ডে, ভূমি পেদনেকর, সুস্মিতা সেন থেকে শুরি করে জ্যাকি ভাগনানি ৷ পার্টির ছবি সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হল ৷