Ganesh Chaturthi 2023: মুখ্যমন্ত্রী শিন্ডের বাসভবনে বাদশা থেকে ভাইজান, গণপতি দর্শনে চাঁদের হাট - মুখ্যমন্ত্রী শিন্ডের বাসভবনে বাদশা থেকে ভাইজান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 8:29 AM IST

দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গণপতির পুজোয় মাতোয়ারা মহারাষ্ট্র-সহ গোটা দেশ। বলিউডে বহু বছর ধরে গণপতির উৎসবের চল রয়েছে। গণেশ পুজোয় বাণিজ্য নগরী মুম্বইয়ের ধুমধাম নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। গণেশ চতুর্থীতে পুজোর আয়োজন করা হয় একাধিক সেলেবদের বাড়িতেও। গতকাল, রবিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকরা ৷ বাদশা থেকে সুলতান কেউ বাদ যাননি মুখ্য়মন্ত্রীর বাড়ির পুজো দেখতে ৷ 

একনাথ শিন্ডের বাড়িতে বলি সেলেবদের হাজির হওয়ার ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ দেখে নিন শাহরুখ, সলমন থেকে শুরু করে জ্যাকি শ্রফ, পঙ্কজ ত্রিপাঠিদের খঞ্জনী হাতে নাচ ৷ এদিন শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। অন্যদিকে, সলমনের সঙ্গে দেখা গিয়েছে বোন অর্পিতা ও তাঁর শ্যালক আয়ুশ শর্মাকেও। ভাইজান ও পাঠানের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও ৷ 

জ্যাকি শ্রফ, অর্জুন রামপাল, আশা ভোঁসলে, বনি কাপুর, সুনীল শেট্টি, শেহনাজ গিল এবং রশমি দেশাই সহ অন্য বি-টাউন সেলেবরাও একনাথ শিন্ডের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনে যোগ দিয়েছিলেন। সম্প্রতি কিং খান তাঁর ছোট ছেলে আবরামের সঙ্গে মুম্বইয়ের বিখ্যাত লালবাগ চা রাজা-র গণেশ পুজোতে যোগ দিয়েছিলেন ৷ দিন দুয়েক আগে সলমনের বাড়ির গণেশ চতুর্থীর উৎসবে যোগ দিয়েছিলেন একনাথ শিন্ডে ৷ সেই ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.