Shah Rukh Birthday: বাদশার জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, দু'হাত বাড়িয়ে স্বভাবসিদ্ধ ঢঙে 'কিং অফ রোম্যান্স' - মন্নত
🎬 Watch Now: Feature Video
Published : Nov 2, 2023, 7:23 AM IST
|Updated : Nov 2, 2023, 7:28 AM IST
তাঁর 'দিওয়ানা' গোটা দেশ ৷ বলিউডে পা রেখেই 'চমৎকার' দেখিয়েছেন তিনি ৷ পথে বেশ কয়েকবার হোঁচট খেলেও তিনি বুঝিয়ে দিয়েছেন, 'হার কর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়' ৷ তাঁর 'ডুপ্লিকেট' সিনে-দুনিয়ায় আর কেউ হতে পারবেন না ৷ তিনি নান আদারদ্যান শাহরুখ খান ৷ আজ তাঁর জন্মদিন ৷ তাই তো প্রত্যেক বছর ঠিক রাত বারোটায় তাঁর বাড়ি মন্নতের সামনে ভিড় জমান অগণিত ফ্যানরা ৷ তাঁকে দেখলেই অনুরাগীদের মধ্যে 'কুছ কুছ হোতা হ্যায়' ৷
'চলতে চলতে' তিনি 58-য় ৷ তবে বয়সও তাঁর বাড়ে না ৷ তিনি এখনও 'জওয়ান' ৷ টেলিভিশনের পর্দা বাদ দিলে 31 বছর তিনি সিলভার স্ক্রিনে 'ডন'গিরি করে গিয়েছেন ৷ 'জিরো' থেকে শুরু করে কীভাবে 70এমএম পর্দার 'পাঠান' হয়ে উঠতে হয়, তা তিনি ভালোই জানেন ৷ তাই তো তিনি সবসময় বলেন 'ম্যায় হু না' ৷
সোশাল মিডিয়াতেও অনুরাগীদের ভালবাসায় আপ্লুত বাদশা ধন্যবাদ জানিয়েছেন ৷ বলেছেন, "আমি শুধুমাত্র অভিনেতা ৷ আমাকে আর কিছু খুশি করতে পারে না, যতটা তোমাদের বিনোদন দিতে পেরে খুশি হই ৷ তোমাদের ভালোবাসায় আমি স্বপ্নে বাস করি ৷ ধন্যবাদ, দেখা হবে সকালে ৷" অন্যদিকে অনুরাগীদেরও একটাই বার্তা, প্রতিটা বছর মন্নতের সামনে কিং খানের জন্মদিনে 'মহব্বতে' লুটিয়ে যাবেন তাঁরা, 'জব তক হ্যায় জান' ৷