Rajinikanth in UP: মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে বসে 'জেলার' দেখবেন রজনী - Rajinikanth to watch Jailer with CM Yogi in UP

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 19, 2023, 5:41 PM IST

তাঁর নতুন ছবি 'জেলার'-এর জন্য় এখন প্রশংসা কুড়োচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ বক্স অফিসেও বেশ শোরগোল ফেলেছে তাঁর এই নতুন ছবি ৷ এরই মাঝে শুক্রবার রাতে তিনি পৌঁছন উত্তরপ্রদেশের লখনউতে ৷ এবার জানা গেল, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বসে ছবিটি দেখবেন তিনি ৷ শুক্রবার নিজেই সাংবাদিকদের সেকথা জানান থালাইভা ৷ দক্ষিণি এই সুপারস্টার বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে ছবিটা দেখব ৷ ভগবানের অশেষ দয়া যে ছবিটা সাফল্য পেয়েছে ৷" তবে কবে দু'জনে একসঙ্গে দেখবেন, দিনক্ষণ এখনও স্পষ্ট নয় ৷

এর আগে শুক্রবার ঝাড়খণ্ডের ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন অভিনেতা ৷ 'জেলর' মুক্তির আগেও রজনীকান্ত গিয়েছিলেন হিমালয়ে ৷ ছবিটির পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার ৷ আর এই ছবিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ এবং মোহনলালের মতো অভিনেতারা ৷ ছবিটি মুক্তি পেয়েছিল গত 10 অগস্ট ৷ আর মুক্তির পর থেকেই দারুণ সফল এই ছবি ৷ শুধুমাত্র সারা ভারতে ইতিমধ্যেই 259 কোটি টাকা আয় করে ফেলেছে 'জেলর' ৷ আর অন্য়দিকে বিদেশ মিলিয়ে হিসাব করলে ছবির আয় দাঁড়িয়েছে প্রায় 450 কোটি ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.