লক্ষাধিক প্রদীপের আলোয় দুর্গাপুরে অকাল দীপাবলি, মঞ্চ মাতালেন জিৎ-ঋতুপর্ণা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 2:28 PM IST

Durgapur Utsav: এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে শুরু হল প্রথম দুর্গাপুর উৎসব। উৎসব ঘিরে উন্মাদনা শিল্প শহরে। দুর্গাপুরে প্রতিবছর দুটি বড় মেলা হয়। একটি চিত্রালয় মেলা ময়দানে রথের মেলা, অন্যটি গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু মেলা। এবার দুর্গাপুরের নিজস্ব উৎসব 'দুর্গাপুর উৎসব'। 'দুর্গাপুর ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে এই প্রথম রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজন হয়েছে এই উৎসবের ৷ রবিবার সন্ধ্যাবেলায় হয় উৎসবের সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, জেলাশাসক এস পোন্নাবলম, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রথম দিন সাংস্কৃতিক উৎসবে যোগ দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সঙ্গীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। উৎসব চলবে 15 দিন। শেষ হবে 17 ডিসেম্বর। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে খাবার, গৃহসজ্জা, প্রসাধনী সামগ্রীর নানা স্টল ৷ রয়েছে ছোট ও বড়দের বিনোদনের জন্য হরেক রকমের আয়োজন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "দুর্গাপুরে এমন একটা উৎসব হোক চেয়েছিলাম আমরা অনেকেই। তা আজ সার্থক। দুর্গাপুরের মানুষ উৎসব ভালবাসেন।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.