Om Sahani And Moumita: ইটিভি ভারতের আড্ডায় ছোটপর্দার নতুন জুটি ওম-মৌমিতা - Om Sahani And Moumita

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 5:55 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজকাল' । এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জুটি বাঁধছেন ওম সাহানি এবং মৌমিতা সরকার । ওম এর আগেও ছোট পর্দায় অভিনয় করেছেন । তবে এই প্রথম ছোটপর্দায় কাজ করছেন মৌমিতা । অন্য়দিকে ওম চুটিয়ে কাজ করছেন বড় পর্দাতেও । তবে, দুই প্ল্যাটফর্মকেই সমান গুরুত্ব দেন তিনি । কাজের ধরনেও কোনও পার্থক্য নেই বলেই দাবি তাঁর । আবার অনেকদিন পর নিয়মিত কাজ করতে পারবেন ওম ৷ আর তাই ছোটপর্দায় ফিরে খুশি অভিনেতা । রিয়ালিটি শো'য়ে কিছুদিন মেন্টরের ভূমিকায় দেখা গেলেও ফিকশনে অনেকদিন পর প্রত্যাবর্তন ওম সাহানির।

অন্যদিকে মৌমিতার হার্ডওয়ার্ককে স্যালুট জানিয়েছেন নীলাঞ্জনা এবং যিশু দু'জনেই । এই নিয়ে তৃতীয়বার ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন তাঁরা ৷ দিনকয়েক আগেই তাঁদের হাত ধরে এসেছিল 'হরগৌরি পাইস হোটেল' ধারাবাহিকটি ৷ আর এবার তাঁদের হাত ধরে পর্দায় জায়গা পেল ওম-মৌমিতা জুটি ৷ গল্পে মৌমিতার চরিত্রটির নাম শ্রাবণ ৷ সে একজন বারের গায়ক ৷ অন্য়দিকে ওমকে দেখা যাবে ওমকার নামের একটি চরিত্রে ৷  এই নতুন জুটি কী বলছেন, তা জেনে নিল ইটিভি ভারত ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.