Chupchap Charlie: মহড়া শেষ, এবার রবীন্দ্র সদনের পথে নাইজেলের চুপচাপ চার্লি - নাইজেল আকারা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 9, 2023, 9:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

আগামী 14 জানুয়ারি রবীন্দ্র সদনে মঞ্চস্থ হতে চলেছে নাইজেল আকারা (Nigel Akkara) নির্দেশিত নাটক 'চুপচাপ চার্লি' (Chupchap Charlie)। যেখানে অভিনয় করতে দেখা যাবে অসংখ্য বিশেষভাবে সক্ষম শিশুকে । এরা 'মেনটেইড স্পেশাল স্কুল'-এর অটিস্টিক শিশু । তারা ছাড়াও অভিনয় করবেন নাইজেল স্বয়ং এবং দেবলীনা কুমার, ওম সাহানি, দেবলীনা দত্ত, দিব্যেন্দু-সহ আরও অনেকে । রবীন্দ্র সদনে সপ্তাহের শুরুর দিনেই এই নাটকের চূড়ান্ত পর্বের মহড়া সেরে ফেলল নাইজেলের নাট্যদল 'কোলাহল'। উপস্থিত ছিলেন অভিনেতারা সকলেই । এই নাটকে গান গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, তিমির বিশ্বাস, শোভন গঙ্গোপাধ্যায়, সায়নী পালিত । সঙ্গীত পরিচালনায় প্রাজ্ঞ দত্ত । টাইটেল ট্র‍্যাক গেয়েছেন প্রাজ্ঞ এবং অটিস্টিক শিশুরা । ওদের 'স্পেশাল চাইল্ড' বলা হলেও ওদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু, মত দেবলীনা দত্ত, ওম সাহানি এবং দেবলীনা কুমারের । নাটকের একটি অন্যতম চরিত্র চার্লি । কে এই চার্লি ? এটা যেমন চমক, তেমনই আছে পুনর্জন্মের কাহিনি, প্রেম-বিরহ-বিচ্ছেদ-মিলনের কাহিনি । আছে ছৌ-নাচ, কথাকলি, লোকশিল্পের মেলবন্ধন । সবমিলিয়ে এক অনবদ্য নিবেদনের প্রচেষ্টায় নাইজেল ও তাঁর 'কোলাহল' ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.