Phaguner Mohona: মাঘের শেষেই ছোটপর্দায় 'ফাগুনের মোহনা' - ধারাবাহিক ফাগুনের মোহনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 5, 2023, 10:37 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ফাগুনের মোহনা' (Phaguner Mohona Serial)। সুপারস্টার আয়ুষ কুমারের প্রেমে পাগল গ্রামের মেয়ে রুমঝুম । আয়ুষ তার শয়নে-স্বপনে । তাকেই সে গুরু মানে । এরপর শহরে এসে আয়ুষের সঙ্গে দেখা রুমঝুমের । তারপর কী হয় সেটা নিয়েই গল্প । ধারাবাহিকের পরতে পরতে থাকবে এরই উত্তর । আয়ুষ কুমার এই ধারাবাহিকে সুপারস্টার । সে হিরো । কিন্তু অত্যন্ত অহংকারী, মানুষ হিসেবেও ঠিক নয় । কাউকে তোয়াক্কা না-করে নিজের ইচ্ছেমতো যা খুশি করে । আর এই সব বেয়ারাপনার একমাত্র প্রশ্রয়দাতা তার মা । আয়ুষের নিজের মা হারিয়ে যাওয়ার পর তার মাসিকে বিয়ে করে বাবা । ভালো মা'কে ভরসা করে আয়ুষ । ভালো মা নিজেও এককালে অভিনয় করত । মোদ্দাকথা, স্টার পরিবারের ছেলে আয়ুষ । তাদের একটি প্রোডাকশন হাউজ আছে । টলিউডের মাথা তারা, গল্পে দেখানো হবে এমনই কিছু । আয়ুষের দিদাও তাঁদেরই বাড়িতে থাকেন।

এদিকে আয়ুষের ছোটবেলার বন্ধু ঐন্দ্রিলাও স্টার কিড । ছোট থেকেই ঐন্দ্রিলা ভালোবাসে আয়ুষকে । দুই পরিবারের মধ্যে বোঝাপড়া ভাল । ঐন্দ্রিলার চরিত্রে অভিনয় করছেন অনামিকা চক্রবর্তী, আয়ুষের চরিত্রে সিদ্ধার্থ সেন, রুমঝুমের চরিত্রে অ্যানমেরি টম, ভালো মা অর্থাৎ মধুমিতার চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ, আয়ুষের বাবার চরিত্রে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, এবং আয়ুষের দিদার চরিত্রে দেখা যাবে কল্যাণী মণ্ডলকে । এ ছাড়াও ধারাবাহিকে রয়েছেন সুমিত সমাদ্দার, কাঞ্চনা মৈত্র, রবি শাহ, সাগ্নিক চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । এই ধারাবাহিকের কাহিনি ও চিত্রনাট্য লিখছেন সুদেষ্ণা রায়, পরিচালনার দায়িত্বে রূপক ও আর্ট ডিরেকশনে আনন্দ আঢ্য । ফ্রেন্ডস কমিউনিকেশন-এর প্রযোজনায় 6 ফেব্রুয়ারি থেকে সন্ধে সাড়ে 7 টার স্লটে আসছে এই ধারাবাহিক । 

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.