New Bengali Serial: দুই বোন ও ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা - নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 8, 2023, 11:06 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা'। সন্ধ্যা এবং তারা দুই বোন। দুই বোন একে অপরের জন্য নিবেদিত প্রাণ। সন্ধ্যা বোনকে পিতৃস্নেহে বড় করেছে। সন্ধ্যা তাঁর পরিবারের ছত্রছায়ার মতো। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বোন এবং পরিবারকে সুখে রাখতে। তবে গল্পের মোড় ঘোরে যখন দেখা যায়, সন্ধ্যা এবং তারার পছন্দের পুরুষ একজন-ই হন। এক্ষেত্রে যে স্বার্থপর হতে পারবে সেই হবে সুখী। কিন্তু ওরা তো এক আত্মা এক প্রাণ। স্বার্থপর হতে ওরা জানে না। বাকিটা সময় বলবে। সন্ধ্যার চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা হাজরা, তারার চরিত্রে অমৃতা দেব। তাঁদের দুজনের প্রেমিক আকাশনীলের চরিত্রে সৌরজিত বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কন্যাকুমারী মুখোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী সহ আরও অনেকে। 12 জুন থেকে 'সন্ধ্যাতারা' সম্প্রচারিত হবে সন্ধে সাড়ে 7টায়। উল্লেখ্য, ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করেছে ৷ প্রোমোতে দেখা গিয়েছে, সন্ধ্যা আর তারা দুজন দুজনকে কথা দিয়েছে তাঁরা তাঁদের মনের মানুষের সঙ্গে পরিচয় করাবে। এরপর দুই বোন মন্দিরে যায়। সেখানে ভগবানের কাছে একে অপরের জন্য ভালো বরের জন্য প্রার্থনা করেন ৷ সেই সময়ই হলুদ পাঞ্জাবি পরা নায়ক ঢোকেন মন্দিরে। যার দিকে অপলকে তাকিয়ে থাকেন দুই বোনই। সন্ধ্যা না তারা, কে পাবে মনের মানুষকে শেষমেশ, সেই নিয়েই এগোবে এই ধারাবাহিকের কাহিনী ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.