Mamata Shankar Exclusive: মিঠুন আজকাল খিটখিটে হয়ে গিয়েছে, জানালেন মমতা শঙ্কর - প্রজাপতি ছবি
🎬 Watch Now: Feature Video
একশো দিন পার করল অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি 'প্রজাপতি'। সেই উপলক্ষ্যে কলকাতার বেঙ্গল চেম্বারে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে ছবির অন্যান্য কলাকুশলীরাও হাজির ছিলেন। 'মৃগয়া'র পর প্রায় 46 বছর পর মিঠুন এবং মমতা শঙ্কর জুটিকে ফের এই ছবিতে পেয়েছে দর্শকরা। চলতি বছর মুক্তির পথে মমতা শঙ্কর অভিনীত আরও কয়েকটি ছবি। সেগুলি নিয়ে উত্তেজিত অভিনেত্রী। 'প্রজাপতি' যে সাফল্য পাবে, সেটা অন্যদের মতো আশা করেছিলেন মমতা শঙ্করও। এই কয়েকবছরে কতটা পালটে গিয়েছেন মিঠুন চক্রবর্তী? 'মৃগয়া'র সময়ের মিঠুন চক্রবর্তীর সঙ্গে আজকের মিঠুন দা'র কি কোনও পার্থক্য দেখেন তিনি? জানালেন ইটিভি ভারতকে।
এতদিন পেরিয়ে এখনও বক্স অফিসে উড়ছে প্রজাপতি। ইটিভি ভারতকে অভিনেত্রী জানালেন, খুবই আনন্দ পেয়েছি ৷ যেখানেই যাচ্ছি প্রত্য়েকের মুখে একটাই কথা, প্রজাপতি খুব ভালো হয়েছে ৷ সেইসঙ্গে অভিনেত্রী বললেন, "মিঠুন আরও ভালো অভিনেতা হয়েছে ৷ মৃগয়া থেকেই ও ভালো ৷ যতদিন যাচ্ছে ও যেন আরও ভালো অভিনেতা হচ্ছে ৷ তবে হ্যাঁ, আগের থেকে একটু খিটখিটে হয়েছে ৷"