Ishan Mazumder On RD Burman: প্রিয় পঞ্চমের জন্মদিনে বড় ঘোষণা অভিনেতা ঈশানের - Ishan Mazumder On R D Burman

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 28, 2023, 2:26 PM IST

একদিকে অভিনেতা, অন্যদিকে লেখক, গায়ক, কার্টুনিস্ট । 7 জুলাই মুক্তি পেতে চলেছে ঈশান মজুমদার অভিনীত রাজর্ষি দে পরিচালিত 'মায়া' । সেখানে গল্পের প্রোটাগনিস্ট মাইকেলের ছায়াসঙ্গী বাসুদেবের (ম্যাকবেথের বন্ধু ব্যাঙ্কো) চরিত্রে অভিনয় করছেন ঈশান। চরিত্রটি একজন আন্ডারওয়ার্ল্ড ডনের । 

এ ছাড়াও অনির্বাণ চক্রবর্তী পরিচালিত 'ও অভাগী', রাজর্ষি দে'র 'সাদা রঙের পৃথিবী', অয়ন চক্রবর্তী পরিচালিত হইচই সিরিজ 'নিখোঁজ'-সহ তালিকায় রয়েছে আরও বেশ কিছু কাজ । এহেন ঈশানের লেখনীতে এ বছরের বইমেলাতে প্রকাশ পেয়েছে 'মদনপুরের মামদো ভূত' শীর্ষক একটি বই । আসন্ন বইমেলায় আসবে আরও একটি গ্রাফিক নভেল ৷ আসবে আরেকটি কমিক্স বই । কীভাবে পৃথিবীতে প্রথম কমিক আসে তা এঁকে এঁকে দেখানো থাকবে বইতে । 

এ ছাড়াও অভিনেতা নিজের প্রকাশনা থেকে নিয়ে আসবেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক তথা সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মণের বায়োগ্রাফি। রিসার্চ শুরু করেছেন তিনি । ইশানের কথায়, "বাংলাতে একটাই আছে রাহুল দেব বর্মণের বায়োগ্রাফি। রিসার্চের জন্য মুম্বইয়ের কিছু বড় বড় স্টল ওয়ার্ডসের সঙ্গে যোগাযোগ করেছি, যারা শেষ জীবনে আর ডি'র সঙ্গে ছিলেন। বাকিটা সময় বলবে।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.