Bengali Movie Dabaru: গ্র্যান্ডমাস্টার সূর্যশেখরের জীবনী এবার রূপোলি পর্দায়, আসছে পথিকৃৎ বসুর 'দাবাড়ু' - উইন্ডোজ প্রযোজনা সংস্থা
🎬 Watch Now: Feature Video
দেশের কনিষ্ঠতম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে আসছে নতুন বাংলা ছবি 'দাবাড়ু'। নির্মাণে উইন্ডোজ। পরিচালনায় পথিকৃৎ বসু। উত্তর কলকাতার 16 বছরের একটি ছেলের দাবা খেলে বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার গল্প এবার আসছে বড় পর্দায়। ছবির মোশন পোস্টার প্রকাশিত হয়েছে শনিবার। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপঙ্কর দে, কৌশিক সেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্ঘশ্রী মিত্র সিনহা, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়কে। ছবিতে শিশু সূর্য এবং কিশোর সূর্যর ভূমিকায় কাকে দেখা যাবে তা ক্রমশ প্রকাশ্য বলে জানিয়েছেন পরিচালক পথিকৃৎ। সূর্যশেখরের ছেলেবেলা থেকে গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার গল্পই তুলে ধরা হবে পর্দায়, জানিয়েছেন পরিচালক পথিকৃৎ।
'মুসকিল আসান' ছবির পর দীর্ঘ 20 বছর বাদে উইন্ডোজের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী। ছবির ডিওপি মধুরা পালিত। সম্পাদনায় মহম্মদ কালাম। অন্যদিকে, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও দীর্ঘদিন বাদে স্ক্রিন শেয়ার করতে চলেছেন চিরঞ্জিত ৷ এই ছবির প্রযোজনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় হলেও নিবেদনে নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়াল। প্রসঙ্গত, অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নন্দিতা-শিবপ্রসাদ প্রযোজিত 'ফাটাফাটি' ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এবার অন্য ধরনের গল্প নিয়ে সামনে আসছে দাবাড়ু ৷