শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
🎬 Watch Now: Feature Video
Published : Dec 7, 2023, 8:03 PM IST
29th KIFF 2023: বৃষ্টিও বাধা তৈরি করতে পারেনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে ৷ কালো দুর্যোগের মেঘ মাথায় নিয়েই 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিড় সিনেপ্রেমীদের ৷ দেশ-বিদেশের একাধিক ছবি শহরবাসীর দরবারে পৌঁছে দিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি ৷ বেঙ্গলি প্যানোরমা থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স-সহ নানা দেশের নানা স্বাদের ছবি দেখতে মুখিয়ে রয়েছে সকলেই ৷ বৃহস্পতিবার বৃষ্টি-বাদলার দিনেও ভিড় জমেছে নন্দন চত্বরে। বুধবার থেকেই বৃষ্টির দাপট শুরু হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার ভোর থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি ৷ বেড়েছে যানজটের সমস্যাও। কিন্তু তাতে কী? সিনেমা দেখতে মানুষের ভিড় সেই একইরকম নন্দন চত্বরে। কেউ এসেছেন বাংলা ছবি দেখতে, কেউ হিন্দি আবার কেউ দেখতে এসেছেন পছন্দের ইংরেজি ছবির টানে। প্রত্যেক্যের মুখে একটাই কথা, "সিনেমা ভালোবাসি। বৃষ্টি আমাদের বাধা হতে পারে না।" উল্লেখ্য, চলচ্চিত্র উৎসব শুরুর পর থেকেই গগনেন্দ্র প্রদর্শশালায় চলতে থাকা প্রদর্শন, সিনে আড্ডাতেও দর্শকদের ভিড় নজরে এসেছে ৷ চলচ্চিত্র অভিনেতা-পরিচালকদের উপস্থিতিতে মুখরিত নন্দন চত্বর ৷ প্রতিদিনই প্রিয় তারকাদের চোখের সামনে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই ৷ সঙ্গে ছবি দেখা, আড্ডা ও সেলফি জোনে দেদার ছবি তোলা তো আছেই ৷ সবমিলিয়ে জমজমাট এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷