Durga Puja 2023: মিমি থেকে বুম্বাদা...ইটিভি ভারতের দর্শককে পুজোর শুভেচ্ছা জানালেন তারকারা - Durga Puja 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 8:19 AM IST

আর মাত্র কয়েকটা দিনে ৷ তারপরই দুর্গা পুজো নিয়ে মেতে উঠবে গোটা বাংলা ৷ ইতিমধ্যেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'মহিষাসুরমর্দ্দিণী' শুনে পুজোর জন্য় মনে খুশির বান ডেকেছে বাঙালির মনে ৷ কেনাকাটা পুরো দমে চলছে। অনেকের সেই পর্ব মিটে গিয়েছে। যাঁদের সেই পর্ব বাকি তাঁদের জন্য আজ যে সেরা সুযোগ মিলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পুজোর আগে আজই শেষ রবিবার। অতএব কলকাতার সমস্ত বাজারে যে ভিড় উপচে পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এবার অপেক্ষা শুধু মহাষষ্ঠীর ৷ শুধু সাধারণ মানুষ নয়, পুজোর ছোঁয়া লেগেছে টলিউডের সেলেবদের মনেও ৷ তাঁদের সোশাল মিডিয়া পেজে গেলেই দেখা মিলছে নুতন নতুন ছবির ৷ আবার পুজোয় আসছে একাধিক বাংলা ছবিও ৷ তালিকায় রয়েছে দেবের 'বাঘাযতীন', আবির চট্টোপাধ্যায়ের 'রক্তবীজ', প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'দশম অবতার'-এর মতো একাধিক ছবি ৷ মিতিন মাসি হয়ে পর্দায় আসছেন কোয়েল মল্লিকও। পুজোয় খাওয়া দাওয়া আর সাজগোজের সঙ্গে তাই সিনেমা হলেও পা রাখতেই হবে ৷ এবার ইটিভি ভারতের দর্শকদের পুজোর শুভেচ্ছা জানালেন তারকারা ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.