Punjab Bomb Incident পুলিশের গাড়িতে বোমা রাখছে দুষ্কৃতীরা, দেখুন ভিডিয়ো - পঞ্জাবে পুলিশের গাড়িতে বোমা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16118158-thumbnail-3x2-punjab.jpg)
দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে পুলিশের গাড়িতে বোমা রেখে পালিয়ে যাচ্ছে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের রণজিৎ অ্যাভিনিউ এলাকার সি ব্লকে ৷ সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ এর সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ দিলবাগ সিং নামে এক পুলিশ আধিকারিকের গাড়িতে এই বোমা রাখা হয় বলে জানা গিয়েছে (bomb found under vehicle of policeman in punjab) ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST