Amitabh Bachchan: জন্মদিনে ভক্তদের খুশি করতে মাঝরাতেই জলসার বাইরে শাহেনশা, হাতজোড় করে দিলেন ধন্যবাদ - আজ বিগ বির জন্মদিন
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 11:17 AM IST
|Updated : Oct 11, 2023, 11:28 AM IST
আজ বিগ বি'র জন্মদিন। দেখতে দেখতে 80 পার। এখনও তাঁর কাজের উদ্যম দেখার মতো! কেবিসি-র সেট হোক বা সিনেমার স্টান্ট, এক চুলও ফাঁকি যেন দিতেই জানেন না বলিউড শাহেনশা। অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে মধ্যরাতে তাঁর 'জলসা' বাংলোর বাইরে ভক্তরা ভিড় করেন। এই ভিড়টাই স্পষ্ট করে যে বিগ বি'র প্রতি ভক্তদের আবেগ, উন্মাদ থেকে ভালোবাসা । ভক্তরা গুরুদেবের জন্য এনেছেন কেক থেকে মিষ্টি ৷ যখন ভক্তগণ গলা ফাটাচ্ছেন, বিগ বি বলে... ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে এলেন অমিতাভ বচ্চন।
সকলকে খুশি করে অনুরাগীদের উদ্দেশ্য নাড়লেন হাত ৷ হাতজোড় করে ধন্যবাদও জানান এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তাঁরাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত।
অমিতাভ বচ্চনের এই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ আমিতাভ বচ্চনকে এদিন দেখা গেল কালো ট্র্যাক প্যান্ড, গোলাপি প্রিন্টেড হুডি এবং মাথায় টুপি পরে। এদিন তিনি খালি পায়েই জলসার বাইরে আসেন ৷