Ratna Ghoshal: ধারাবাহিকে আর মন নেই, বড় পর্দার পরিচালকদের নিয়ে ক্ষোভ ঝরে পড়ল রত্না ঘোষালের গলায় - রত্না ঘোষাল
🎬 Watch Now: Feature Video
একটি-দু'টি নয়, টলিউডে পাক্কা ষাটটি বছর পার করেছেন তিনি। বড় পর্দার প্রথিতযশা অভিনেত্রী রত্না ঘোষাল সাম্প্রতিককালে সমৃদ্ধ করেছেন ছোট পর্দাকেও। একাধিক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্য়ে সাম্প্রতিক অতীতে 'খড়কুটো' ধারাবাহিকে বড় মা'র চরিত্রটি ছিল অন্যতম। এর কিছুদিন পরেই তিনি আসেন 'ধুলোকনা' ধারাবাহিকে একেবারে অন্য ইমেজে। ঈষৎ ধূসর চরিত্রে। তবে সেই চরিত্রে বেশিদিন দেখা যায়নি তাঁকে। কিছুদিন পরেই চরিত্রটি থেকে সরে যান তিনি। এরপর 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে গল্পের নায়ক বিক্রমের ঠাম্মির চরিত্রে অভিনয় করছিলেন তিনি। গল্পে ঠাম্মির মৃত্যু দেখানো হয়েছে। এরপর আর কোনও ধারাবাহিকে অংশ নিতে এখনও পর্যন্ত দেখা যায়নি অভিনেত্রীকে।
এতদিন পরপর ধারাবাহিকে অভিনয় করে চলেছেন তিনি তবু কেন তিনি আর কাজ করবেন না? ইটিভি ভারতের তরফে এই প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি আর বাংলা ধারাবাহিকে অভিনয় করব না।" তাহলে কি বড় পর্দায় এর মধ্যে খবর আছে কোনও? অভিনেত্রী বলেন, "একেবারেই না। বড়পর্দার এখনকার পরিচালকরা বোধহয় আমাকে চেনেনই না। কারণ তাঁরা কেউ আমার কাছে আসেন না। আমি ষাট বছরে হয়তো তাঁদের চেনার মতো কাজ করিনি। তাই চেনেন না। " আজকালের বাংলা ধারাবাহিক নিয়ে অভিনেত্রীর কণ্ঠেও এদিন শোনা গেল একরাশ হতাশার সুর।