Natu Natu Rocks in G-20: জি-20 সম্মেলনেও নাতু নাতু, রামচরণের সঙ্গে কোমর দোলালেন অতিথিরা - Ram Charan dances to tunes of Naatu Naatu song
🎬 Watch Now: Feature Video
স্বর্গ এখানে থমকে দাঁড়ায় ৷ সেই ভূস্বর্গ কাশ্মীরে শুরু হল জি-20 ভুক্ত দেশগুলির পর্যটন সম্মেলন ৷ অতিথিদের নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে সেখানে ৷ সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে 24 মে পর্যন্ত। সম্মেলনের এদিনের বিষয় ছিল, কাশ্মীর ও সিনেমা শিল্প। কাশ্মীরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমদিন একটি ইভেন্টে যোগ দেন দক্ষিণী অভিনেতা রামচরণ। আর তিনি যেখানে, সেখানে তাঁর অভিনীত ছবির অস্কারজয়ী গান বাজবে না, তা কি কখনও হয়? তাই জি-20'র সম্মেলনে বেজে উঠল নাতু নাতু ৷ সঙ্গে সেই চেনা ডান্স স্টেপ ৷
অস্কার জয়ী গান নাতু নাতু-র তালে 'আরআরআর' তারকার সঙ্গে নাচলেন সম্মেলনে আগত বিদেশী অতিথিরাও। চিরঞ্জীবী পুত্র রামচরণ এদিন বলেন, "কাশ্মীর হল ভারতে সিনেমা শ্যুটিংয়ের সেরা স্থান ৷ আমার বাবা কাশ্মীরের গুলমার্গ ও সোনমার্গে কত সিনেমার শ্যুটিং করেছেন। আমিও এই অডিটোরিয়ামেই 2016 সালে শ্যুটিং করেছি। কাশ্মীর আমাকে যেন জাদু করে রাখে।" উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কাশ্মীরে কত না ছবির শ্যুটিং হয়েছে। কিন্তু আচমকা 1990 সাল থেকে তা থমকে যায়। আবার সেই সময় ফিরে এসেছে। সিনেমার মধ্য দিয়ে এখানকার অর্থনীতিকে চাঙ্গা করার সময় এসেছে।