Abir Chatterjee: নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে ইটিভি ভারতের আড্ডায় আবির - রক্তবীজ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 5:15 PM IST

চরিত্র ভাঙা-গড়ার খেলায় দর্শকদের বারবার মুগ্ধ করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ কখনও সত্যান্বেষী কখনওবা রোমান্টিক হিরো, পর্দায় তাঁর আবির্ভাব সিনেপ্রেমীদের আটকে রাখে ৷ এবার তিনি রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় ৷ মুক্তির অপেক্ষায় উইন্ডোজের প্রযোজনায় 'রক্তবীজ' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় আবির এই পুজোয় হাজির হতে চলেছে নতুন রূপে ৷ এর আগে শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনায় কাজ করলেও প্রথমবার এই পরিচালক জুটির পরিচালনায় অভিনয় করলেন আবির চট্টোপাধ্যায়। 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ'। ছবিতে আবির চট্টোপাধ্যায় তথা পঙ্কজ সিনহা একজন আইপিএস অফিসার। অপরাধ দমনে ছুটছে সে সততার প্রতীক সঙ্গে নিয়ে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। এই বিস্ফোরণের অজানা গল্প উঠে আসবে ছবিতে। আবির জানালেন ছবির শুটিং নিয়ে নানান অভিজ্ঞতার কথা। একইসঙ্গে মিমিকে তিনি কেন পোলাও আর মটনের সঙ্গে তুলনা করেছিলেন তাও সবিস্তারে জানালেন ইটিভি ভারতে। ব্যোমকেশ হিসেবে কেমন লেগেছে তাঁর দেবকে? বাদ পড়েনি সেই প্রসঙ্গও। একইসঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশে আবেগে ভাসলেন আবির চট্টোপাধ্যায়। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.