Gaganendra Shilpa Pradarshashala: গগনেন্দ্র প্রদর্শশালায় বিগ বি-র চিত্র প্রদর্শনী, উদ্বোধনে স্ত্রী জয়া - অমিতাভ বচ্চন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 16, 2022, 9:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনের জন্য গতকাল তিলোত্তমায় এসেছেন সস্ত্রীক বিগ-বি ৷ গতকাল নেতাজি ইনডোরে মহাসমারোহে উদ্বোধন হয় কলকাতা চলচ্চিত্র উৎসবের ৷ আর পরদিন অর্থাৎ, আজ ছিল গগনেন্দ্র প্রদর্শশালায় 'অমিতাভ বচ্চন-আ লিভিং লেজেন্ড' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান ৷ প্রদর্শনীটি প্রাথমিকভাবে উদ্বোধন করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৷ কিন্তু পরিবর্ত পরিস্থিতিতে তিনি সিদ্ধান্ত বদল করেন ৷ বঙ্গে যখন সস্ত্রীক অমিতাভ বচ্চন তখন কেন তিনি উদ্বোধন করবেন, তাই সিদ্ধান্ত বদল বুম্বা দা'র ৷ সেইমতো এদিন গগনেন্দ্র প্রদর্শশালায় 'অমিতাভ বচ্চন- আ লিভিং লেজেন্ড' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন অমিতাভ-জায়া। ঘুরে দেখলেন চিত্র প্রদর্শনীও ৷ তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায় প্রমুখ ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.