Dilip Ghosh Reaction at Kolkata Airport: মাথা উঁচু করে জেলে যান অভিষেক, মন্তব্য় দিলীপ ঘোষের - Abhishek goes to jail comments Dilip Ghosh
🎬 Watch Now: Feature Video
"মাথা উঁচু করে জেলে যান অভিষেক। যাঁদের আপাতমস্তক দুর্নীতির কালি লেগে আছে, তাঁদের কোনও কিছুতে বাধা নেই। তাঁদের মুখে বড়বড় কথা সাজে না।" সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এমন মন্তব্য় করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Abhishek goes to jail comments Dilip Ghosh) ৷ এদিন তিনি তপন কান্দুর খুনের ঘটনায় দেরিতে ফরেনসিক দল পৌঁছানো নিয়ে বলেন, "বিরোধীশূন্য যে রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব তারই উদাহরণ। বিরোধীদের জন্য কোনও তদন্ত হয় না। আমাদের 200-র বেশি কর্মকর্তা মারা গিয়েছেন, তাঁদের নিয়ে কোনও তদন্ত হয়নি ৷ "
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST