Congress Agitation At Barasat: ডিএম অফিস অভিযান করতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙলেন কংগ্রেসে সমর্থকরা - ডিএম অফিস অভিযান করতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙল কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
পৌরভোটে সন্ত্রাস এবং ভোটলুটের প্রতিবাদে সোমবার কংগ্রেসের ডিএম অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল বারাসতে (Congress Agitation At Barasat)। এদিন বিকেলে আচমকাই মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে ডিএম অফিসের দিকে এগোনোর চেষ্টা করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। বেশকিছুক্ষণ ধরে চলে দু'পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়। ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগানও। শেষে কংগ্রেস নেতৃত্ব ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কংগ্রেসের এক প্রতিনিধি দল ভোট লুঠের অভিযোগে স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের দফতরে। এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সালাউদ্দিন ঘরামী বলেন,"রবিবার ভোটের নামে ছিল গণতন্ত্রের কালো দিন। মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভূলুণ্ঠিত করেছে শাসকদল। যেভাবে পৌরভোটে বাংলার সমগ্র ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের মস্তান বাহিনী দাপিয়ে বেড়িয়েছে তা এককথায় নজিরবিহীন। বুথ দখল করে একতরফা ভোট করা হয়েছে। তাতে সঙ্গ দিয়েছে মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী। এইভাবে ভোট করার কোনও দরকার ছিল না। এর প্রতিবাদেই সোমবার ডিএম অফিস অভিযান করতে এলে পুলিশ বাধা দেয়। যার ফলে উত্তেজিত হয়ে পড়েন দলের কর্মী সমর্থকরা।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST