নারী নির্যাতন রুখতে পথে বামপন্থী মহিলা সংগঠন - Shalbani
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6201988-387-6201988-1582645256921.jpg)
শালবনি, গড়বেতা, মেদিনীপুরেরসহ সমগ্র জেলাজুড়ে নারী নির্যাতন রুখতে পথে নামল বামপন্থী মহিলা সংগঠন । আজ মহিলা গণতান্ত্রিক সমিতি বিক্ষোভ মিছিল করে । মিছিল শেষে পুলিশ সুপারকে একাধিক ডেপুটেশন জমা দেন । মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সভানেত্রী অঞ্জু কর ও কনীনিকা ঘোষ বোস । প্রায় শতাধিক মহিলা মিছিলে পা মেলান ।