BJP-র জয়গান করলে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার - তৃণমূল নেতা
🎬 Watch Now: Feature Video
BJP রাজ্যকে বঞ্চনা করছে । আর BJP করে নরেন্দ্র মোদির জয়গান করবে, এটা হতে দেব না । যারা BJP-র জয়গান করবে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন । বর্ধমান-1 ব্লকের প্রতিবাদ সভা থেকে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা দেবু টুডু । তিনি বলেন, "BJP দরিদ্র মানুষকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে, আর জয় শ্রীরাম বলছে । সেটা হতে দেব না । এখানে BJP করতে দেব না ।"