SFI-এর স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার - SFI-এর স্বাস্থ্যভবন অভিযান
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8022332-121-8022332-1594734188807.jpg)
বছর আঠারোর শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে SFI-এর স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার । কয়েকজন SFI কর্মীকে আটক করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । পুলিশ তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে বলে অভিযোগ SFI-এর ৷ পুলিশের দাবি, স্বাস্থ্যভবনে বিক্ষোভের অনুমতি না থাকায় আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ SFI নেতা ময়ূখ বিশ্বাস বলেন, "14 ঘণ্টা একাধিক হাসপাতালের দরজায় কড়া নেড়ে একটা জলজ্যান্ত প্রাণ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল । গোটা স্বাস্থ্য ব্যবস্থা কোয়ারানটিনে চলে যাচ্ছে । অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই ৷ "