Puja Parikrama : মহম্মদ আলি পার্কের পুজোর থিমে করোনার ভ্যাকসিন - কলকাতায় দুর্গাপুজো
🎬 Watch Now: Feature Video
এবার পুজোয় অসুর করোনা ৷ আর তা থেকে বাঁচতে দরকার কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ ৷ তাই কলকাতার বিখ্যাত মহম্মদ আলি পার্কের পুজোর থিম এবার করোনা ভ্যাকসিন ৷ 53 বছরের পা রাখল এই পুজো ৷ পুজো মণ্ডপের দেওয়ালজুড়ে করোনা আবহের বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী ৷ তবে কলকাতা হাইকোর্টের রায় মেনে আর করোনা বিধিনিষেধ মাথায় রেখে পুজো মণ্ডপের বাইরে থেকে দেবী দুর্গার দর্শন করতে হচ্ছে দর্শনার্থীদের ৷