Kalimpong landslide : টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইল জাতীয় সড়কে ধস - sikim
🎬 Watch Now: Feature Video
টানা বৃষ্টিতে গতকাল সকালে কালিম্পংয়ের 29 মাইলের 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। যার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল। এদিন সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। যতক্ষণ না ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ সিকিম ও কালিম্পংগামী সমস্ত যান দার্জিলিং দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।