Kali Puja : ‘আনন্দ’-এ সেজে উঠেছে নবপল্লি ব্যায়াম সমিতি - Nabapally Beyam Samiti Kalipuja
🎬 Watch Now: Feature Video
বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম নবপল্লি ব্যায়াম সমিতি । এবছর এই পুজো 70তম বর্ষে পদার্পণ করল । এবার তাদের থিম ‘আনন্দ’ । করোনা পরিস্থিতিতে গত দু'বছর ধরে মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত, নিদারুণ কষ্টের মধ্যে কেটেছে তাঁদের জীবন । সেই কষ্ট লাঘব করে সাধারণ মানুষের মনে আনন্দ দিতেই এমন থিমের ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা । যদিও আদালত এবং প্রশাসনের কোভিড গাইডলাইনকে মান্যতা দিয়ে কোনও দর্শনার্থীকেই পুজো প্যান্ডেলের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । ফলে মণ্ডপের বাইরে থেকেই প্যান্ডেল এবং শ্যামা প্রতিমা দর্শন করতে হচ্ছে সাধারণ মানুষকে ।