মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ক্ষমতা হারানোর হতাশা আর ভয় : রাহুল সিনহা - মমতার 21 জুলাই নিয়ে রাহুল সিনহার প্রতিক্রিয়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 21, 2020, 7:34 PM IST

ক্ষমতায় হারানোর ভয় পাচ্ছেন মমতা ৷ তাই আজ বলছেন, যদি ক্ষমতায় থাকি ৷ তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বললেন রাহুল সিনহা ৷ BJP নেতার কটাক্ষ, "অমিত শাহর ভার্চুয়াল মিটিঙের পাঁচ ভাগের একভাগও লোক হয়নি এই সভায় ৷ একটাই সৌভাগ্য কালীঘাটের পার্টি আবার কালীঘাটেই ঢুকে গেছে ৷" রাহুল সিনহার মতে, "মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যে স্পষ্ট হয়েছে গদি হারানোর হতাশা আর ভয় ৷" তিনি আরও বলেন, "উনি বলছেন, আমি যদি ক্ষমতায় থাকি তবে রেশন ফ্রি করে দেব ৷ এমনটা মুখ্যমন্ত্রীর মুখে আগে শোনা যায়নি ৷ ক্ষমতায় হারানোর ভয় পাচ্ছেন আজ ৷ তাই বলছেন, যদি ক্ষমতায় থাকি!"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.