অন্নকূটের প্রসাদ পরিবেশন ফিরহাদের - তৃণমূল নেতা ফিরহাদ হাকিম
🎬 Watch Now: Feature Video
গিরীশ পার্ক স্পোটিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির পুজো বলে পরিচিত এই ক্লাবের পুজো ৷ গতকাল অন্নকূট পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে । সেই মতো গিরীশ পার্ক স্পোটিং ক্লাবের অন্নকূটের প্রসাদ পরিবেশন করতে যথা সময়ে হাজির হয়ে যান কলকাতার মহানাগরিক । বিধায়ক স্মিতা বক্সিকে পাশে নিয়ে অন্নকূটের প্রসাদ পরিবেশন করেন তিনি ।