মুখ্যমন্ত্রী বিলো দা বেল্ট ভাষা ব্যবহার করছেন : বাবুল - মুখ্যমন্ত্রী বিলো দ্য বেল্ট ভাষা ব্যবহার করছেন, বললেন বাবুল সুপ্রিয়
🎬 Watch Now: Feature Video
"বিজেপি মাওবাদীদের চেয়েও ভয়ঙ্কর" । মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে "বিলো দা বেল্ট ভাষা" বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় । আজ আসানসোলে দলীয় সম্মেলনে যোগ দিতে এসে তিনি বলেন, "ওঁর ভাষার উপর কোনওদিনই কোনও কন্ট্রোল ছিল না ৷ ওঁকে দেখেই তৃণমূলের নেতাদের মধ্যে খারাপ ভাষায় বিজেপিকে আক্রমণের প্রতিযোগিতা চলছে । ওঁর বিরোধিতা করায় এক ছাত্রীকেও মাওবাদী বলে চিহ্নিত করেছিলেন ।"