নেতাজির জন্মজয়ন্তীতে শোভাযাত্রা - নেতাজির জন্মজয়ন্তীতে শোভাযাত্রা বেহালায়
🎬 Watch Now: Feature Video
নেতাজির 125তম জন্মদিনে শোভাযাত্রা বেহালায় । বুড়োশিবতলা জনকল্যাণ সমিতির পরিচালনায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয় । ছোটো থেকে বড় - অংশ নিয়েছিলেন পাড়ার প্রায় সব বাসিন্দাই । সবার হাতে ছিল নেতাজির ছবি, তিরঙ্গা পতাকা । বেহালা এস এন রায় রোড হয়ে রায় বাহাদুর রোড পরিক্রমা করে ফের বুড়োশিবতলাতেই শেষ হয় শোভাযাত্রা ।