কোরোনার জেরে বেলুর মঠের প্রতিমা নিরঞ্জনও ভক্তহীন - belur math's idol imerse in ganges
🎬 Watch Now: Feature Video
রীতি মেনে দশমীতে বেলুর মঠের মাতৃ প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হল । মঠের নিজস্ব গঙ্গার ঘটেই নিরঞ্জন করা হয় প্রতিমা । কোরোনা সতর্কতায় এবার বেলুর মঠে দর্শনার্থীহীন দুর্গোৎসবের আয়োজন করা হয় । রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ জানান,আগামী বছর ভক্তরা অবশ্যই মঠের দুর্গাপুজো দেখতে পারবেন ।