কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সঞ্চিত অর্থ দান বছর দশেকের নৌরিনের - কোরোনা ভাইরাসে সতর্কতা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7481998-340-7481998-1591326888904.jpg)
নিজের সঞ্চিত 2000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল বছর দশেকের নৌরিন রহমান । মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত সাঁটিতারায় বাড়ি সৌরিনের । বৃহস্পতিবার বড়ঞার BDO সাগর ঘোষের হাতে 2000 টাকা তুলে দিল নৌরিন ৷ ছোট্ট নৌরিনের উদ্যোগে অভিভূত বড়ঞার BDO ।