Dilip slams Mamata : ভিনরাজ্যের অপরাধীদের আশ্রয় দিয়েছেন দিদি, আক্রমণ দিলীপের - ভারতের সব অপরাধীকে আশ্রয় দিয়েছে তৃণমূল সরকারের দিদি
🎬 Watch Now: Feature Video
গঙ্গাসাগরে পুণ্যার্থীরা আদালতের নির্দেশ অনুযায়ী কড়া বিধি-নিষেধ মানছেন কি না, সেটা দেখার দায়িত্ব সরকারের, জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (WB Government should maintain restrictions in Gangasagar says Dilip Ghosh) ৷ বুধবার সন্ধেয় বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে এসে দিলীপ ঘোষ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুললেন ৷ কোভিড আবহে হাজার হাজার লোক নিয়ে তৃণমূল মিছিল করছে, কিন্তু বিজেপি রাস্তায় নামলে পুলিশ রে-রে করে তেড়ে আসছে ৷ ভারতে যেখানে যত অপরাধ হচ্ছে, সেই সব অপরাধীরা পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে ৷ আর তাদের তৃণমূল সরকার নিজের ছাতার তলায় রেখেছেন, তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করলেন বিজেপি নেতা ।