"IAS অফিসার হওয়া ছোটোবেলার স্বপ্ন" - UPSC-তে দশম ওড়িশার সনজিতার
🎬 Watch Now: Feature Video
2019-র UPSC-র ফলপ্রকাশ হয়েছে ৷ মোট 829 জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ যার মধ্যে দশম স্থানে জায়গা করে নিয়েছেন ওড়িশার রৌরকেল্লার সঞ্জিতা মহাপাত্র ৷ কেমন ছিল তাঁর প্রস্তুতি ? কারা ছিলেন তাঁর অনুপ্রেরণা ? ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন সেকথা ৷