Puja Parikrama : করোনাকালে স্কুল খোলার আর্তি নিয়ে সংযুক্তপল্লির দুর্গোৎসব জেলায় প্রথম - Paschim Medinipur
🎬 Watch Now: Feature Video
68তম বর্ষে পদার্পণ করল সংযুক্তপল্লির দুর্গোৎসব । কোভিডকালে দীর্ঘদিন বন্ধ স্কুল, কলেজ ৷ অনলাইন ক্লাসে হাঁপিয়ে উঠেছে শৈশব ৷ তাই এবার পুজোর থিম 'বলো মা আর কবে স্কুল খুলবে' ৷ স্কুল, বাগান, সুইমিং পুলে তালা লাগানোর দৃশ্য আর অনলাইন ক্লাসের উপর নানা পোস্টারে সজ্জিত মণ্ডপ প্রাঙ্গণ ৷ এ বছর বিশ্ব বাংলার তরফে জেলায় প্রথম হয়েছে এই পুজো ৷ কোভিড বিধি মেনে দর্শকদের জন্য মণ্ডপ প্রাঙ্গণ খোলা হলেও মণ্ডপের ভিতরে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে ৷