300 কোটি টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় দীর্ঘতম রেল ব্রিজ বর্ধমানে
🎬 Watch Now: Feature Video
বর্ধমানের সদ্য নির্মিত রেল ব্রিজ ভারতে দ্বিতীয় দীর্ঘতম । ব্রিজটির দৈর্ঘ্য 188.43 মিটার । রেলসূত্রে খবর, প্রায় 300 কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুলটি তৈরি করা হয়েছে । রেললাইন থেকে উড়ালপুলের উচ্চতা প্রায় সাড়ে ছয় মিটার । দুই প্রান্তে দুটি পিলার থেকে ঝুলছে ব্রিজটি । মুম্বাইয়ের বান্দ্রা ওরলি সিলিংয়ে এই ধরনের ব্রিজ রয়েছে, যা দেশে দীর্ঘতম ।