Khela Hobe Divas : 'ফুটবল আমাদের ভালবাসা', বাঁকুড়ায় খেলা হবে দিবসের সূচনায় সায়ন্তিকা
🎬 Watch Now: Feature Video
গোটা রাজ্যের সঙ্গেই বাঁকুড়াতেও হল খেলা হবে দিবস । সোমবার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া স্টেডিয়ামে মহিলাদের ফুটবল ম্যাচের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), বিশিষ্ট ফুটবল খেলোয়াড় তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সুব্রত ভট্টাচার্য । সায়ন্তিকা বলেন, "জেলার প্রতিটি স্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন ।" এছাড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় এবং মহিলা ফুটবলের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে । জেলা পরিষদের তরফ থেকে জানানো হয় জেলার সর্বস্তরে উন্নতিই তাঁদের মূল উদ্দেশ্য ৷