উপসর্গহীন রোগীদের জন্য 40 বেডের সেফ হোম চালু মধ্যমগ্রামে
🎬 Watch Now: Feature Video
উপসর্গহীন কোরোনা আক্রান্তদের জন্য 40 বেডের সেফ হোম চালু হল মধ্যমগ্রামে । গতকাল দুপুরে আনুষ্ঠানিক সূচনা করলেন পৌরসভার প্রশাসক ও বিধায়ক রথীন ঘোষ । হাজির ছিলেন বারাসতের SDO তাপস বিশ্বাস, জেলার COVID হাসপাতালের নোডাল অফিসার ও বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল, প্রশাসক বোর্ডের সদস্য নিমাই ঘোষ-সহ অন্যারা । দিন দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে । উপসর্গহীন কোরোনা আক্রান্তদের সেফ হোমে রেখে চিকিৎসার ব্যবস্থা ও সংক্রমণে লাগাম টানাই সরকারের উদ্দেশ্য । সেই কথা মাথায় রেখেই এবার মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগেও চালু হল সেফ হোম।