Durgapur Flood : টানা বৃষ্টি, দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়িতে জলবন্দি পুলিশও - Durgapur Flood
🎬 Watch Now: Feature Video
একটানা 2 দিন বৃষ্টিতে জেলায় জেলায় জলবন্দি মানুষ ৷ বাদ গেল না থানাও ৷ দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির পুলিশকেও কার্যত জলবন্দি দশায় কাটাতে হল টানা 40 ঘণ্টা । মঙ্গলবার রাত থেকেই অল্প অল্প করে জল বাড়তে শুরু করে দুর্গাপুর থানার অধীনস্থ ওয়ারিয়া ফাঁড়িতে । দুর্গাপুর ইস্পাত কারখানার গা-ঘেঁষে অবস্থিত এই ফাঁড়ির পুলিশকে ফাঁড়ির ভিতরেই কাটাতে হল অসহায় অবস্থায় । এর আগেও বেশ কয়েকবার এই ফাঁড়ি ডুবেছিল ৷ তবে এবারের মতো এত জল ঢোকেনি বলে জানান পুলিশ কর্মীরা ৷ হাজত থেকে কম্পিউটার রুম, পুলিশ ব্যারাক থেকে ওসির চেম্বার সর্বত্রই জল থৈ থৈ দশা । রেকর্ড রুমে বহু নথিও ভিজেছে জলে ৷ আসামিদের অন্যত্র সরাতে হয় বুধবার । বৃহস্পতিবার সকালে জল একটু নামে, তবে ফের বেলার দিকে বৃষ্টি শুরু হয় ৷ পুলিশ কর্মীরা এখন চাইছেন, অবিলম্বে দ্বিতল ভবন তৈরি হোক ফাঁড়িতে ৷