Dinhata Bypoll : বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের পরাজয়ে নিশীথ প্রামাণিকের পদত্যাগ দাবি পার্থপ্রতিমের - Nisith Pramanik
🎬 Watch Now: Feature Video
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে 275 ভোটে হারলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল । এই ফলাফলে তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় দিনহাটার বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগ দাবি করেন । উল্লেখ্য গত 30 অক্টোবর বিধানসভা নির্বাচনের দিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে বিজেপির কোনও এজেন্ট ছিল না । যদিও বিজেপির অভিযোগ ছিল, হুমকি দিয়ে পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। ভোট গণনায় দেখা যায়, এই ৭/২৩৪ নং বুথে 492টি ভোট পোলিং হয়েছে । তার মধ্যে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন 95টি ভোট।
Last Updated : Nov 2, 2021, 1:52 PM IST