Humayun Kabir : অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের - অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের
🎬 Watch Now: Feature Video
অধীরকে সাড়ে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের ৷ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলামকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গান্ধি জয়ন্তী উদযাপনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় । তৃণমূল কংগ্রেসের 60 জন কর্মী সেখানে রক্তদান করেন ৷ হুমায়ুন আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । বলেন, 2024-এর লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত । পাশাপাশি বলেন, বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে 3 লক্ষ 60 হাজার ভোটে হারাবে তৃণমূল কংগ্রেস ।